ভোলা প্রতিনিধি: বিএনপি-জামাতের দেশব্যাপী হরতাল-অবরোধকে রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ ড.শান্ত এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড.শান্ত আরো বলেন, দেশ বিরোধী কোন অপশক্তিকে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলতে দেওয়া হবে না। যতদিন যুবলীগ মাঠে আছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক দৌলতখান উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী'র সভাপতিত্বে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ যুবলীগের এই নেতা এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ টুকু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন, যুবলীগ নেতা এ-জেড এম মনিরুল ইসলাম প্রমূখ।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            