সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় মিডিয়া কাপ  টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ শিমুল একাদশ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শিমুল একাদশ। ফাইনাল খেলায় ৯ উইকেটের ব্যবধানে শহীদ রাতুল একাদশকে পরাজিত করে তারা এ গৌরব অর্জন করেন। বিজয়ী দলের আল-আমিন ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। শহীদ চান্দু স্টেডিয়ামে শহীদ শিমুল একাদশের বিপক্ষে টসে জিতে শহীদ রাতুল একাদশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্বরণ সর্বোচ্চ ৩৫ রান করেন। শহীদ শিমুল একাদশের আল-আমিন মাত্র ৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মামুন, মীর হায়দার, রিয়াদ এবং সাইফুল একটি করে উইকেট পেয়েছেন।

জবাবে শহীদ শিমুল একাদশ ৭ দশমিক ৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়। আল-আমিন বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতেও দূর্দান্ত পারফরমেন্স করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত ছিলেন তিনি। রিয়াদের ব্যাট থেকে আসে অপরাজিত ২৩ রান। বিজয়ী দলের আল-আমিন অলরাউন্ড নৈপূন্যে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে বল ও ব্যাট হাতে দাপট দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফিও গেছে তার দখলে। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন খালেদ মাহমুদ রুবেল ও বিপুল। স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু।

খেলা শেষে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, শহীদ রাতুল একাদশের অধিনায়ক রাহাত রিটু, শহীদ শিমুল একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এইচ আলিম, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চলে গেল মাইলস্টোনের সপ্তম শ্রেণির জারিফও

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ...

সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর...

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অস্ত্রের চেয়েও ভয়াবহ হুম...

হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বন্দীদের মুক্তির পর কী হ...

ট্রমা কাটেনি শিক্ষার্থীদের, চলতি সপ্তাহেও বন্ধ থাকবে মাইলস্টোন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর এখনো ট্রমা কাট...

জুলাই অভ্যুত্থানে ১৪২ নেতা-কর্মী শহীদ হওয়ার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানে ১৪২ জন নেতা-কর্মী শহীদ হওয়ার দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির...

‘আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না’

কয়েক মাস আগেও অভিনয়ে ব্যস্ত ছিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। মাসের প্...

সমতা কবে আসবে

একই দেশের পতাকা নিয়ে মাঠে নামে দুই দল। ঘাম ঝরায়, জয়ের জন্য লড়াই করে। কিন্তু ত...

রাসেলের ব্যাট দিয়ে খেলে উইন্ডিজকে দুর্ভোগ উপহার টিম ডেভিডের

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন টিম ডেভিড।...

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা