খেলা

মৃত্যুবরণে সাহায্য করতে বলেছিলেন গ্রাহাম থর্প

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প মৃত্যুর আগে তাঁর স্ত্রীকে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে মৃত্যুবরণে সহায়তা করেন। এই হৃদয়বিদারক তথ্য উঠে এসেছে তাঁর মৃত্যুর তদন্তে। ২০২৪ সালের আগস্টে মাত্র ৫৫ বছর বয়সে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় থর্পের। তখন থেকেই তাঁর পরিবারের দাবি ছিল, এটি আত্মহত্যা।

বুধবার (২৩ জুলাই) সারের করোনোস আদালতে তদন্তের শুনানিতে বলা হয়, ২০২২ সালে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের চাকরি হারানোর পর তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। সে বছর একবার আত্মহত্যার চেষ্টাও করেন থর্প।

থর্প ২০১৮ সাল থেকেই উদ্বেগ ও বিষণ্নতায় ভুগছিলেন। তবে তাঁর স্ত্রী আমান্ডা থর্প জানান, তখনো তিনি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২০২২ সালে অস্ট্রেলিয়ায় একটি ভিডিও ফাঁসের ঘটনার পর পরিস্থিতি বদলে যায়।

ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, তাসমানিয়ার পুলিশ ইংল্যান্ড অধিনায়ক জো রুট, জিমি অ্যান্ডারসন ও অস্ট্রেলিয়ার নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি এবং ট্রাভিস হেডের একটি ড্রিঙ্কিং সেশনে বাধা দেয়। ভিডিওটি থর্প নিজেই করেন এবং তাতে তাকে বলতে শোনা যায়, ‘আইনজীবীদের জন্য ভিডিও করছি।’ ধারণা করা হয়, থর্প তখন ঘরের ভেতর সিগার খাচ্ছিলেন, যা তাসমানিয়ার আইনে নিষিদ্ধ এবং এর কারণেই পুলিশ সেখানে গিয়েছিল।

পরে এই ভিডিও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে অ্যাশেজে ইংল্যান্ডের ৪-০ ব্যবধানে পরাজয়ের পর তাঁর চাকরি চলে যায়। স্ত্রীর ভাষায়, চাকরি থেকে বরখাস্ত হওয়া ছিল তাঁর জন্য একটা ‘বড় ধাক্কা’, এরপর থেকেই থর্পের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে।

চাকরি হারানোর পর থর্প আত্মহত্যার চেষ্টা করেন এবং দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাঁর মধ্যে আত্মহত্যার প্রবণতা আরও বাড়তে থাকে। তদন্তে থর্পের স্ত্রী বলেন, ‘মৃত্যুর আগে কয়েক সপ্তাহ সে আমাকে বারবার বলেছে, সে বাঁচতে চায় না। থর্প আমাকে অনুরোধ করেছিল আমি যেন তাকে মৃত্যুবরণে সহায়তা করি। সে বলেছিল, সে সুইজারল্যান্ডে যেতে চায়। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।’

গত বছর ৪ আগস্ট সকালে থর্প বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফেরেননি। স্ত্রী প্রথমে ভেবেছিলেন, তিনি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছেন। পরে খেয়াল করেন, কুকুরটি বাড়িতেই ছিল। এরপর তার শ্বশুর জিওফ থর্প ফোন করে জানান, ‘সে আর নেই।’

আমান্ডা আরো বলেন, ‘সে আসলে কখনোই তার প্রথম আত্মহত্যার চেষ্টার ধাক্কা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি।’

থর্পের বাবা জিওফ থর্প এক বিবৃতিতে বলেন, ‘ভিডিওর ঘটনাটি তার ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল।’

থর্পের চিকিৎসক ডা. জোয়ান মুনেলি জানান, ২০২২ সালের আত্মহত্যার চেষ্টা থর্পের মস্তিষ্কে বড় প্রভাব ফেলে। এর পর থেকে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। ইংল্যান্ডের হয়ে থর্প টেস্ট খেলেছেন ১০০টি। আছে ১৬টি টেস্ট সেঞ্চুরি। এ ছাড়া তিনি ৮২টি ওয়ানডেও খেলেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা