নিউজ ডেস্ক: বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে সাজ্জাদ খান রচিত বিশেষ গ্রন্থ ‘পাথরের চোখ" (শাসকের মনোজগৎ)। জলছবি প্রকাশন প্রকাশিত ৬৪ পৃষ্ঠার এই বইয়ের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। তবে বইমেলার জন্যে বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে। মেলার জলছবির ৬৪০ নম্বর স্টল ছাড়াও রকমারির মাধ্যমে বইটি সংগ্রহের সুযোগ রয়েছে। ‘পাথরের চোখ’ বইয়ে শাসকের মনোজগৎ বিষয়টি ধরে বাছাই-করা ৯৯ উদ্ধৃতির অনুবাদ সংকলন। না বুঝে, তাবৎ বাস্তব জগৎ বুঝে ওঠা অসম্ভব। তিনি-ই শাসক আমাদের সমাজে, যিনি একাধিক লোকের হয়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং কমবেশী নিজকে ভেবে বসেন ‘প্রভু’। তিনি হতে পারেন আপনার পরিবারের কেউ, গ্রামের, রাষ্ট্রের, পেশা-বলয়ের কিংবা দূরে-কাছের সম্পর্কের কোনো একজন। কী আছে শাসকের মনে? কি করে জানবো, ভুলেও যে তিনি মনের কথা খুলে বলবেন না। কিন্তু ইতিহাসশ্রেষ্ঠ সভ্যতা আরব, ভারত আর চীনদেশের প্রশাসকেরা-ইবন খালদুন, চানক্য ও কনফুসিয়াস-বারবার বলে গিয়েছেন শাসকের মনোজগতের গহীন গোপন হিসাবের কথাগুলো। ১৮০০ বছরের ব্যবধানে ৫০০০ মাইলের বিস্তারে নিজ জীবনকাল কাটিয়েও, আশ্চর্যজনকভাবে তারা সকলে বলে গিয়েছেন একই ধরনের আইডিয়ার কথা। ‘শাসকের মনোজগৎ’ নিয়ে বাছাই করা উদ্ধৃতির এই বইটি নিজ বাস্তব মোকাবেলায় আপনাকে এগিয়ে দিতে পারে, হয়তো বহুদূর !!
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            