জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্রর সম্পাদনায় শরীফ ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে স্মৃতিস্মারক গ্রন্থ ‘শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে’। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও চর্চাভিত্তিক প্ল্যাটফর্ম ‘টেলস অব জুলাই—জুলাইয়ের কথা’ থেকে গ্রন্থটি প্রকাশিত হচ্ছে।
ইস্রাফিল আকন্দ রুদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নিয়মিত লেখালেখির পাশাপাশি তিনি একাধিক গ্রন্থের লেখক। একই সঙ্গে তিনি ‘টেলস অব জুলাই—জুলাইয়ের কথা’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রন্থটি সম্পর্কে ইস্রাফিল আকন্দ রুদ্র বলেন, স্বৈরাচার পতনের আগেই টেলস অব জুলাই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়। শুরু থেকেই জুলাইকে জীবন্ত ও প্রাসঙ্গিক রাখতে ধারাবাহিক নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “এই আন্দোলন ও স্মৃতিচর্চার সঙ্গে শহীদ ওসমান হাদি গভীরভাবে যুক্ত ছিলেন। আমাদের কাজের প্রতি তিনি আন্তরিক সমর্থন ও উৎসাহ দিয়েছেন। সময়ে সময়ে তাঁর পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে।”
ইস্রাফিল আকন্দ রুদ্র বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিল সাহস, ত্যাগ ও আদর্শের প্রতিচ্ছবি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান, দৃঢ়তা ও শাহাদাত পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বিশ্বাস করতেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমেই সমাজ পরিবর্তনের পথ তৈরি হয়।
আয়োজকদের মতে, এই স্মৃতিস্মারক গ্রন্থের মাধ্যমে শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ, মনন ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাই মূল উদ্দেশ্য। তাঁদের প্রত্যাশা, বইটি পাঠকদের ন্যায়, সাহস এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতন সংগ্রামে উদ্বুদ্ধ করবে।
আমারবাঙলা/এসএবি