সংগৃহিত
অপরাধ

গাজীপুরে গাঁজাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিশেষ একটি অভিযান পরিচালনা করে ১০৩ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৮ জুন) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মো. মাহফুজুর রহমান বলেন, শনিবার (৮ জুন) সকাল সোয়া ৬ টায় উত্তরায় র‌্যাব-১ এর ১টি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাঁজার ১টি বড় চালান হবিগঞ্জ থেকে রাজেন্দ্রপুর হয়ে গাজীপুরের সালনা এলাকার দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাড়িচালক মিজানুর রহমান (৩০), আল আমিন (৩১) এবং মো. শামীম(৩৪)। তাদের ৩ জনের বাড়িই রাজশাহী।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮৫ কেজি গাঁজা, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পৃথক আরও ১টি অভিযান পরিচালিত হয় রাজধানীর মহাখালীতে। শনিবার সকাল ৯টার দিকে র‍্যাব-১ এর অপর ১টি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাঁজার ১টি বড় চালান সিলেট হয়ে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর দলটি মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে দুলাল মিয়া (৫৫) ও মো. আলমগীর (৪৫) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএসপি মো. মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো ক্রয়-বিক্রয় করে আসছিলো। এরপর বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে তা সরবরাহ করে।

এ সময় জব্দকৃত মাদক ও গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা