নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পরে কোনো কূটনৈতিক সংকট বা সমস্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাথে বৈঠকের পর তিনি এ কথা জানান।
এ সময় কূটনৈতিক সংকট যেটা ছিল, সেটা কী কেটে গেছে নাকি কিছু দেশের সাথে এখনো আছে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সংকট বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে সেরকম কোনো সম্ভাবনাই নেই।
ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ রয়েছে, সেসবের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ- এগুলো সবসময় প্রয়োজন হয়। সেসব সমস্যা ও আইনের যে অবকাঠামো- সেটা আগে থেকেই ২ দেশেই প্রায় এক।
আনিসুল হক বলেন, যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কিনা এবং আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি, সেগুলো ভারতে সম্ভাব কিনা- সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।
বিশেষ করে যেটা আলাপ করেছি, ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন।
তিনি আরও বলেন, আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েই আমরা আলোচনা করেছি।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            