নিজস্ব প্রতিবেদক: কবি, গল্পকার, প্রখ্যাত কথা সাহিত্যিক ও রাজনীতিবিদ বিদিশা সিদ্দিকের বাবা আবু বকর সিদ্দিক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬ টার দিকে খুলনা সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রয়াত কবি স্ত্রী, ৬ সন্তান, এক ভাই, ৩ বোনসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে বিদিশা এরশাদ বলেন, বাবার (আবু বকর সিদ্দিক) জানাজা বাদ জোহর খুলনার হাদিস পার্কে অনুষ্ঠিত হবে এবং টুটপারা কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বাবা। খুলনা সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৫ দিন ধরে ছেলে এরিককে নিয়ে শয্যাশায়ী বাবার সেবায় নিয়োজিত ছিলাম। তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।
উল্লেখ্য, আবু বকর সিদ্দিক ১৯৩৪ সালের ১৯ আগস্ট মামারবাড়ি বাগেরহাট সদরের গোটাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর পর্যায়ক্রমে তিনি চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, কুষ্টিয়া কলেজ, বাগেরহাট পিসি কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
১৯৯৪ সালের ৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ করেন আবু বকর সিদ্দিক। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- ২০ টির অধিক কাব্যগ্রন্থ, ৪ টি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম- ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯), বিনিদ্র কালের ভেলা (১৯৭৬), হে লোকসভ্যতা (১৯৮৪) ও মানুষ তোমার বিক্ষত দিন (১৯৮৬)।
আবু বকর সিদ্দিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার ও বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            