আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পোলতাভায় রুশ হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এসময়ে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একে ‘দুঃখজনক হামলা’ বলে অভিহিত করেছেন। কিয়েভ জানায়, একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নিকটবর্তী হাসপাতালে হামলা চালানো হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে কতজন সামরিক সদস্য এবং কতজন বেসামরিক নাগরিক সে বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে এই হামলার জন্য মাশুল দিতে হবে। এদিকে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার হামলায় ৫১ জন প্রাণ হারিয়ে। আহত হয়েছে আরও ২৭১ জন। এখনও অনেকেই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জেলেনস্কি জানান, যতটা সম্ভব লোকজনকে জীবিত উদ্ধার করতে সবকিছু করা হচ্ছে।
রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছে ওয়াশিংটন, বার্লিন এবং লন্ডন। অপরদিকে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ কিয়েভকে সব ধরনের সামরিক সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন।
এদিকে মঙ্গোলিয়ায় সফর শেষ করে রাশিয়ার ভ্লাদিভোস্তোক শহর পরিদর্শন করেছেন পুতিন। গত বছর আন্তর্জাতিক আদালত (আইসিসি) তার ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে সফর করলেন পুতিন।
আমার বাঙলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            