ফাইল ছবি
খেলা

আগামী বছর বাংলাদেশে বসবে অনূর্ধ্ব-২০ সাফের আসর

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ ও খেলা শুরুর তারিখ নির্ধারিত হয়েছে। আগামী বছর ২০২৫ সালের ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর।

বুধবার (২০ নভেম্বর) সাফের ভার্চুয়াল সভায় দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত হয় তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি, ভেন্যুর নাম জানাতে।

চলতি বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলার উপযোগী হওয়ার কথা। তবে এই ভেন্যু নাকি বিকল্প কোনো ভেন্যু নিয়ে বাফুফে ভাবছে, সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৫-১৫ নভেম্বর এই টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ। এ ছাড়া আগামী বছর পুরুষ সিনিয়র সাফ টুর্নামেন্টও আছে। তবে এখনো এই টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আরও বলেন, মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।

এ বছরের শুরুতে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০২৫ সালের আসরটিও বসবে দেশের মাটিতে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা