আন্তর্জাতিক

আইসিসির ওপর নিষেধাজ্ঞার চেষ্টা আটকে দিলেন সিনেটররা

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা। তবে সেই প্রচেষ্টা আটকে দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান সিনেটররা। ১০০ সদস্যের সিনেটে প্রস্তাবটি পাস হতে দরকার ছিল ৬০ ভোটের। তবে প্রস্তাবটি ৪৫–৫৪ ভোটে হেরে যায়। একজন সিনেটর ভোটদানে বিরত ছিলেন।

চলতি মাসের শুরুর দিকে হাউজ অব রিপ্রেজেনটেটিভসে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি গৃহীত হয়। তখন প্রস্তাবটি ২৪৩–১৪০ ভোটে পাস হয়েছিল। ৪৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

এরপর গতকাল প্রস্তাবটি নিয়ে সিনেটে ভোটাভুটি হয়। এ ব্যাপারে ডেমোক্র্যাটরা জানান, প্রস্তাবের বেশিরভাগ অংশে তাদের আপত্তি ছিল না। তবে এর আওতা এতই বেশি বিস্তৃত যে তা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং আইসিসির নিম্ন পর্যায়ের কর্মীরা নিষেধাজ্ঞার খড়্গের নিচে পড়তে পারেন।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদনেও নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন কি না, তা জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা