খেলা

হংকংয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ দুই দিন আগে শুরু হলেও বাংলাদেশের জন্য টুর্নামেন্টটি শুরু হচ্ছে আজ। আবুধাবিতে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। এশিয়া কাপে নিজেদের এই প্রথম ম্যাচে কেমন একাদশ গড়তে পারে বাংলাদেশ?

ব্যাটিংয়ে তানজিদ হাসান ও পারভেজ হোসেনের কাঁধেই থাকবে ওপেন করার দায়িত্ব। এই দুই ওপেনার মিলে চলতি বছরে ছক্কা মেরেছেন ৪৫টি। বলা যায়, তাঁদের মধ্যে ছক্কা নিয়ে একটা প্রতিযোগিতাও চলছে। যে প্রতিযোগিতায় এ মুহূর্তে এগিয়ে তানজিদ। তানজিদের ছক্কা ২৩টি, পারভেজ মেরেছেন ২২টি।

তিনে অধিনায়ক লিটন দাস। দারুণ ছন্দে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের সেরা খেলোয়াড় লিটন সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলের মধ্যে সর্বোচ্চ রানও লিটনের। ১৫ ম্যাচে ৩২.০৭ গড়ে ৪১৭ রান করেছেন লিটন। ১৯ ছক্কা মারা লিটনের স্ট্রাইক রেটও ভালো—১৩৫.৩৮।

সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি না পাওয়া তাওহিদ হৃদয়েরই চারে নামার সম্ভাবনা বেশি। কিছুটা ছন্দহীন হলেও সামর্থ্যের বিচারে টি-টোয়েন্টিতে হৃদয় দেশের অন্যতম সেরা। সে ক্ষেত্রে অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে থাকার সুযোগ কম।

হৃদয়ের পর বাঁহাতি শামীম হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী আছেন। জাকেরের একাদশে জায়গা নিশ্চিত। শামীমও হয়তো খেলবেন। মিডল অর্ডারে একজন বাঁহাতি থাকলে সেটা কখনো কখনো বাড়তি সুবিধা দিতে পারে।

শামীমের সামর্থ্যও বেশ ভালো। বোলিং করতে পারেন, ফিল্ডিংয়েও দুর্দান্ত। সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান। ব্যাটিং লাইনআপে এটা বাংলাদেশের দুর্বলতার জায়গা। কারণ, দ্রুত রান তোলার সামর্থ্যে মেহেদী ততটা কার্যকরী নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০০.২৫, খেলেছেন ৪৩ ইনিংস।

বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের কাছ থেকে ব্যাটিংটাও পাবে বাংলাদেশ। পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান। তানজিমের কাছ থেকেও ব্যাটিংও পাবে বাংলাদেশ। স্কোয়াডে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

তবে বোলার হিসেবে সাইফউদ্দিনের চেয়ে বেশি কার্যকরী তানজিম। দলেও তিনি এখন নিয়মিত মুখ। আর আবুধাবির উইকেটে বেশি রান হওয়ার সম্ভাবনাই বেশি। তানজিমের ব্যাটিং বাংলাদেশের কাজে লাগতে পারে। তাই আরেক পেসার শরীফুল ইসলামের চেয়েও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে তানজিম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনদাবী উপেক্ষা করেই কদমরসুল সেতুর নির্মাণ কাজ শুরু

সুবিধাভোগী জনগণের দাবী উপেক্ষা এবং বিতর্কের মধ্যেই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী...

ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস ও মহিউদ্দীন এজিএস নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়...

ডাকসুতে শিবির প্যানেলের বাইরে ৫ পদে জয়ী হলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি-জিএস, এজিএসসহ...

শুভসূচনা আফগানিস্তানের

উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে। অথচ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর পর্যন...

জাকসু নির্বাচন আগামীকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামী...

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’ প্রকাশ

পৃথিবীতে যেখানে কণ্ঠস্বর মুহূর্তেই সাগর পেরোয়, আর যোগাযোগ মাত্র এক ক্লিক দূরে...

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাকসু নির্বাচন বর্জন করছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনে ভোট গ্রহণে কারচু...

স্নাতকে আসন না কমানোসহ ৪ দাবি ইডেন শিক্ষার্থীদের

স্নাতকে আসন সংখ্যা অতিরিক্ত হারে না কমানোসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন র...

এইটা ডাকসু না, এক্কেবারে ‘হিজাবসু’: নীলা ইসরাফিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থি...

ভোট গণনার মেশিন নির্দিষ্ট দলের কোম্পানি থেকে কেনা : ছাত্রদলের জিএস প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা