বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গড়ে তুলবে সুশিক্ষিত প্রজন্ম, আদর্শ সু-সন্তান ও সুশাসনের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন।
শনিবার সারাদিন তিনি উপজেলার চৌডালা বাজার, বালিয়া বাজার, নরশিয়া গ্রামসহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
ইঞ্জিনিয়ার খোকন বলেন, বিএনপি আমার রক্তে মিশে আছে। আমার বাবা ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী। ছোটবেলা থেকেই ধানের শীষের প্রতীক দেখেই বড় হয়েছি— ঘরে বাইরে সর্বত্র এই প্রতীকের প্রতিধ্বনি শুনেছি। বিএনপির বাইরে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও বিএনপির সাথেই থাকবো। চাঁপাইনবাবগঞ্জকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার জনশক্তিকে আম, ধানসহ কৃষি ও শিল্পখাতে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।
বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। নরশিয়া গ্রামে ৬ জন বীরাঙ্গনা রয়েছেন— আমি তাদের সন্তান হিসেবে সারাজীবন পাশে থাকবো।
গণসংযোগে এসময় স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/আরএ