স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র্যাঙ্কিং প্রকাশ করে। গত শুক্রবার নারী ফুটসালের র্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম।
বাফুফের নতুন কমিটি ফুটসালের ওপর জোর দিয়েছে। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল। ইরানি কোচও এনেছে ফেডারেশন। আন্তর্জাতিক ফুটসালে অংশগ্রহণ না করায় পুরুষ ফুটসালে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ের বাইরে। বাংলাদেশ নারী ফুটসালের র্যাঙ্কিং রয়েছে এটা অনেকেরই অজানা ছিল। গত শুক্রবার ফিফা র্যাঙ্কিং প্রকাশের পর দেখা যায় বাংলাদেশের অবস্থান ৪৪তম। যদিও সেখানে এক ধাপ অবনমন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮৭তম।
পুরুষ ফুটবলে এশিয়ান কাপ ফুটসালের বাছাই দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের। সাবিনা খাতুনরা ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিলেন। যদিও ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অংশগ্রহণ।
আমারবাঙলা/জিজি