সংগৃহীত
বাণিজ্য

উদ্যোক্তা অংশীদারদের জন্য বুফরা ও কেইউবির অনন্য যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কৃষিখাতে উদ্যোক্তাদের সংযুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ অরগানিক ফার্মার্স অ্যান্ড রিটেলারস অ্যাসোসিয়েশন (বুফরা) এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের অনুমোদিত কৃষি উপকরণ ব্যাংক (কেইউবি) যৌথভাবে এক বিস্তৃত উদ্যোগ গ্রহণ করেছে।

বুফরা ও কেইউবি সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্যোক্তা অংশীদারদের সংযুক্ত করে কৃষি খাতকে আরো শক্তিশালী করা এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থার মাধ্যমে কৃষি উপকরণ ও উৎপাদিত পণ্য সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া। এতে অংশীদারদের জন্য সরবরাহ করা হবে প্রয়োজনীয় বীজ, সার, ও আধুনিক কৃষি যন্ত্রপাতি। পাশাপাশি উৎপাদিত শস্য, মাছ, ও প্রাণীজ সম্পদ সরাসরি বাজারজাতকরণের সুযোগ থাকবে।

বুফরা ও কেইউবি ‘র এই যৌথ প্রকল্প সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা অংশীদারদের অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে অংশীদাররা সরাসরি কৃষি খাতে বিনিয়োগের সুযোগ পাবেন এবং কৃষিজ উৎপাদন থেকে শুরু করে পণ্য বিপণন পর্যন্ত সম্পূর্ণ ব্যবস্থাপনায় অংশ নিতে পারবেন।

অংশীদার হওয়ার সুযোগ ও কার্যক্রম

দেশজুড়ে উদ্যোক্তা অংশীদারদের জন্য বুফরা ও কেইউবি বিশেষ প্রশিক্ষণ ও টেকনিক্যাল সহায়তা প্রদান করছে। উদ্যোক্তাদের কৃষি খাতের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং সার, বীজ, ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করায় তারা কৃষি উৎপাদনে আরো উন্নতি সাধন করতে পারবেন বলে মত সংশ্লিষ্টদের।

তাদের মতে, উৎপাদিত শস্য, মাছ ও প্রাণীজ সম্পদ দ্রুত এবং সহজে বাজারে পৌঁছানোর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যা উদ্যোক্তাদের উৎপাদন খরচ কমাতে এবং লাভজনক বাজার নিশ্চিত করতে সহায়তা করবে।

আন্তর্জাতিক বাজারে প্রবেশের দিকনির্দেশনা

জানা গেছে, উৎপাদিত কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুফরা ও কেইউবি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থা সরবরাহের মাধ্যমে উদ্যোক্তাদের বিদেশি বাজারে প্রবেশের জন্য প্রস্তুত করছে। এতে করে দেশের কৃষি খাত আরো বহুদূর এগিয়ে যাবে এবং কৃষিজ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে।

কীভাবে উদ্যোক্তা অংশীদার হওয়া যাবে?

বুফরা ও কেইউবি সংশ্লিষ্টরা জানান, যারা এই উদ্যোগে অংশ নিতে চান, তারা স্থানীয় বুফরা অফিস কিংবা কেইউবি’র প্রতিনিধি অফিসে যোগাযোগ করতে পারেন। এতে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা মিলবে।

বুফরা ও কেইউবি’র এই যুগান্তকারী উদ্যোগ দেশের কৃষি খাতকে আরো সুসংগঠিত ও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের ব্যাপক প্রসার ঘটবে বলেও আশা বুফরা ও কেইউবি সংশ্লিষ্টদের।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গজারিয়ায় ব...

অবশেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ হাইকমিশনে

আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের কা...

সয়াবিন তেলের সংকট, সবজি-আলু-পেঁয়াজে স্বস্তি

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ হলেও সরবরাহ স্বাভাব...

পর্যটক কমছে ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনে

শীতের আগমন বাড়ার সাথে সাথে সুন্দরবনে বনদস্যু, হরিণ...

কবি হেলাল হাফিজ আর নেই

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। (ইন্না...

শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারী ছুটির দাবি মুক্তিজোটের

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসকে সরকারি ছুটি...

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে...

দুর্ঘটনার পর কেমন আছেন অপূর্ব, ফারিণ, পাভেলরা

গতকাল ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলছিল। শুটিংয়ে স্কুটি চালানোর...

আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবের নিষিদ্ধের শঙ্কা

কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল করতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল সাকিব আল হাসানের ব...

২৫ দিনে বেনাপোল দিয়ে এসেছে ৩৩২০ টন চাল

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ার সরকারি ঘোষণার পর ২৫ দিনে যশোরের বেনাপোল স্থলবন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা