ছবি-সংগৃহীত
বাণিজ্য

বাজারে মাছের দামে আগুন, ডিমের হালি ৫০

নিজস্ব প্রতিবেদক: বাজারে মাছের দাম বাড়ার পাশাপাশি ডিমের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। ফলে সাধারণ মানুষের আমিষের চাহিদার অন্যতম উৎস মাছ ও ডিমের দামে স্বস্তি নেই। অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজার কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, পাঙ্গাস ছাড়া অন্যান্য মাছের দাম বেশি।

এ সময় বাজারে দেশি রুই বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। এছাড়া চাষের রুই ৩৫০ টাকা, ইলিশ প্রতি কেজি ১৮০০ টাকা, ট্যাংরা ১২০০ টাকা, বোয়াল ১৩০০ টাকা, দেশি শিং ১০০০ টাকা, চাষের শিং ৪০০ থেকে ৫০০ টাকা, কাচকি ৭০০ টাকা, পাবদা ৬০০ টাকা, বাইলা ১০০০ টাকা, রূপচাঁদা ১১০০ টাকা এবং মলা মাছ ৬০০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। গরিবের মাছ পাঙ্গাসও কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

দাম বেশি থাকার বিষয়ে বিক্রেতা মনির আলী জানান, এখানে বেশিরভাগই মাছ ভালো মানের ও দেশী জাতের। তাই দামটা বেশি। যে আড়ত থেকে মাছ আনা হয়, সেখানে দাম বেশি। তাছাড়া আগের চেয়ে সাপ্লাই কিছুটা কমেছে। তবে আমাদের এখানে বেশিরভাগ মাছই ভালো মানের ও দেশি জাতের।

এদিকে অতিরিক্ত দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

বড় মগবাজার এলাকার বাসিন্দা অমিত হাসান বলেন, মাছের দাম দেখে ভড়কে গিয়েছি। এই দামে মাছ কিনলে তো বাকি মাস চলতে পারব না।

এ সময় ক্রেতা সৈয়দ আফসার জানান, এসেছিলাম একটু বেশি করে মাছ কিনতে। তবে যে দাম, হয়তো বাজেটের অর্ধেক কিনতে হবে।

মাছের পাশাপাশি ডিমের দামও বাড়তির দিকে রয়েছে। আজ বাজারে ফার্মের ডিম ডজন প্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি ডিম ১৮০ টাকা, হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ২১০ টাকায়।

এ দিন মাংসের বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগি ৩১০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ৯৫০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রেতা জাকির মোল্লা জানান, মাংসের দাম আগের মতোই আছে। অন্যান্য দিন কম বিক্রি হলেও শুক্রবারে একটু বেশি বিক্রি হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইলেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইতে দেখা গেছে রাজনৈতিক কার্যক্রম ন...

দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে ট...

নিয়ম না মানলে ভোট বাতিল হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনে ভোট দিতে হলে নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ভোটা...

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে, জানাল বিসিবি

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে নতুন করে উ...

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়...

নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজ: তিন বছরেও প্রজ্ঞাপনের বাইরে কোনো অগ্রগতি নেই

তিন বছর আগে প্রজ্ঞাপন জারি হলেও প্রস্তাবিত নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজ এখনো কাগ...

খাবার বিতরণে আচরণবিধি ভঙ্গ, জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

ভোটের নামে জান্নাতের প্রলোভন দেওয়া জাতীয় প্রতারণা: সালাউদ্দিন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটের নামে জান্নাতের প্রল...

তুলা-স্যাভলনে ছোঁয়ায় ৫০০ টাকা! রেডিক্যাল হাসপাতালে ‘পকেটমারি’

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি চিকিৎসাসেবার অরাজকতা যেন দিন দিন আরও ভয়াবহ রূ...

সৌন্দর্য থেকে আত্মবিশ্বাস গড়ার এক অনন্য গল্প : ফাইজা জাহান

বিশ্ববিদ্যালয়ের রঙিন ক্যাম্পাস হোক কিংবা শহরের ব্যস্ত রাজপথ-আজকাল যেকোনো সুন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা