সংগৃহীত
বাণিজ্য

ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ৩০২৮ ধনকুবের 

আমার বাঙলা ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্থান পেয়েছেন বিশ্বের তিন হাজার ২৮ জন ধনকুবের; যা ২০২৪ সালের তালিকার চেয়ে ২৪৭ জন বেশি।

ফোর্বস ম্যাগাজিনের ধনকুবেরের তালিকার শীর্ষস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। ৫৩ বছরের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন মার্কিন ডলার। ২১৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ২১৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বেজস। ১৯২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ল্যারি এলিসন। ১৭৮ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ৯৪ বছর বয়সি ওয়ারেন বাফেট ১৫৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন। এরপর ১৪৪ বিলিয়ন ডলার নিয়ে সপ্তম ল্যারি পেজ, ১৩৮ বিলিয়ন ডলার নিয়ে অষ্টম সের্গেই ব্রিন, ১২৪ বিলিয়ন ডলার নিয়ে নবম আমানসিও ওর্তেগা ও ১১৮ বিলিয়ন ডলার নিয়ে দশম অবস্থানে আছেন স্টিভ বলমার।

ফোর্বস ম্যাগাজিন বলছে, বিশ্বের বিলিয়নিয়ারদের এখন মোট সম্পত্তির পরিমাণ ১৬ দশমিক এক ট্রিলিয়ন ডলার; যা ২০২৪ সালের তুলনায় প্রায় দুই ট্রিলিয়ন ডলার বেশি। তারা আরো জানিয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ধনকুবের রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৯০২ জন বিলিয়নিয়ার রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ধনকুবের রয়েছে চীনে। দেশটিতে ৫১৬ জন বিলিয়নিয়ার রয়েছে। আর ২০৫ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

এদিকে টানা চতুর্থ বছরে বিলিয়নিয়ারদের শীর্ষ শহর হিসেবে অবস্থান বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এখানকার ১২৩ ব্যক্তি ৭৫ হাজার ৯০০ কোটি ডলার সম্পদের মালিক।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর এখনো পশ্চিমা দেশগুলোর বিধিনিষেধ বহাল রয়েছে। তা সত্ত্বেও দেশটির ধনকুবেরদের সম্পদ বেড়েই চলেছে। গত বছর অতিসম্পদশালীদের সংখ্যা বাড়ায় বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার শহরের তালিকায় দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে রাশিয়ার রাজধানী মস্কো। ফোর্বসের তালিকায় আগের বছরও দ্বিতীয় স্থানে ছিল মস্কো। তবে তখন হংকংয়ের সঙ্গে যৌথভাবে অবস্থান ভাগাভাগি করে শহরটি। তালিকায় সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যোগ করা শহরও মস্কো; ১৬ জন। সব মিলিয়ে এ শহরে ৯০ বিলিয়নিয়ারের বসবাস। তারা এক বছরে তিন হাজার ১০০ কোটি ডলার সম্পদ অর্জন করেছেন।

তৃতীয় স্থানে থাকা হংকংয়ের ৭২ বিলিয়নিয়ার ৩০ হাজার ৯০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক। আগের বছরের তুলনায় এক দফা পিছিয়ে পড়লেও শহরটি এশিয়ায় শীর্ষ বিলিয়নিয়ার কেন্দ্র হিসেবে অবস্থান অক্ষুন্ন রেখেছে। নয় জন নতুন বিলিয়নিয়ার তালিকায় যোগ করেছে লন্ডন। যুক্তরাজ্যের রাজধানী বর্তমানে ৭১ জন বিলিয়নিয়ারের আবাসস্থল; যাদের মোট সম্পদের পরিমাণ ৩৫ হাজার ৫০০ কোটি ডলার।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং ও ভারতের মুম্বাই। যেখানে ৬৮ ও ৬৭ জন বিলিয়নিয়ার বাস করছেন। ৬০ জন বিলিয়নিয়ার নিয়ে সিংগাপুর সপ্তম স্থান অধিকার করেছে। চীনের সাংহাই ও যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যৌথভাবে অষ্টম স্থানে অবস্থান করছে, প্রতিটি শহর ৫৮ জন করে বিলিয়নিয়ারের আবাসস্থল। ৫৬ বিলিয়নিয়ার নিয়ে লস অ্যাঞ্জেলেস শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে।

ফোর্বস জানিয়েছে, বিশ্বের মোট তিন হাজার ২৮ বিলিয়নিয়ার আট শতাধিক শহরে বাস করছেন। এর প্রায় এক-চতুর্থাংশ তিন দশমিক তিন ট্রিলিয়ন বা তিন লাখ ৩০ হাজার কোটি ডলারের মালিক; তারা শীর্ষ ১০ শহরের যে কোনো একটিতে বসবাস করছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২০২৬ সালের এইচএসসি ফরম পূরণের সময়সূচি ঘোষণা করল ঢাকা শিক্ষা বোর্ড

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও...

ভূমিকম্পের ঝুঁকিতে নারায়ণগঞ্জ, জনমনে বাড়ছে আতঙ্ক

চলতি মাসের ২১ তারিখে হওয়া আকস্মিক ভূমিকম্পের পর নারায়ণগঞ্জজুড়ে আতঙ্ক বিরাজ কর...

নোয়াখালীতে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ গ্রেপ্তার ৪

নোয়াখালীর কবিরহাটে পৃথক পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে...

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা

জাতিসংঘের এক নতুন প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্ব...

বাংলাদেশ নৌবাহিনী লেবাননে ইউনিফিল মিশনে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বাংলাদেশ...

উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশের খসড়া অনুমোদন

অন্তর্বর্তী সরকার চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকায়...

রাজধানীতে আবারো ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

পাঁচদিনের মাথায় ফের ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিক...

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি–সহিংসতা প্রতিরোধে কোডেকের কমিটি গঠন

উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকি মোকাবিলা, লিঙ্গসমতা নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ...

মিস ইউনিভার্সের মালিকদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক পাচারের অভিযোগ

মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই প্রতিষ্ঠানটির ম...

ভোটারের কাছে বিনয়ী আচরণে বিএনপির রাজনীতি পৌঁছে দিতে হবে: বিএনপি নেতা খলিলুর রহমান

বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের বিনয়ী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা