সংগৃহিত
খেলা

বাংলাদেশের সিদ্ধান্তে বিস্মিত তামিম

ক্রীড়া ডেস্ক: ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের চারবারের দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। সুপার এইটেও তারা হারলো ৫০ রানের বড় ব্যবধানে। পরাজয়টা অপ্রত্যাশিত নয়, কিন্তু কিছু সিদ্ধান্ত বিস্মিত করেছে অনেককে, তার মধ্যে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ফিল্ডিং নেন। অ্যান্টিগার ওই পিচে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানোর বিষয়টি অবাক করেছে তামিমকে। বিশেষজ্ঞ হিসেবে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে নিজের ভাবনা ভাগাভাগি করেন সাবেক অধিনায়ক।

ম্যাচের পরবর্তী বিশ্লেষণে তামিম বলেছেন, ‘যখন আপনার ব্যাটাররা রান করছে, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার ব্যাটিং লাইনআপ ১৬০ কিংবা ১৭০ রানের মতো সংগ্রহকে তাড়া করতে পারবে। কিন্তু আপনি জানেন যে আপনার ব্যাটিং ভুগছে, তখন বাংলাদেশের আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে। এই ম্যাচে তাদের কয়েকটি সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। আঙুল ওঠার মতো ব্যাপার।’

তামিম আরও যোগ করেন, তাসকিন আহমেদকে বসিয়ে লোয়ার অর্ডার ব্যাটার জাকের আলীকে একাদশে রাখার সিদ্ধান্তেও হতবাক তিনি। টিম ম্যানেজমেন্টের এমন পদক্ষেপ নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার বললেন, ‘তাসকিন কেন খেললো না, এই ব্যাপার আমাকে খুবই বিস্মিত করেছে। দুই স্পিনাররাই প্রচুর রান দিয়েছে। একটা সময় তানজিম দ্রুত টানা উইকেট নিয়ে ভারতকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল। যদি তাসকিন অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে থাকতো, বাংলাদেশ ভারতের ওপর আরও চড়াও হতে পারতো। শিবম দুবের শর্ট বলে দুর্বলতা সম্পর্কে আমরা জানি। তার বিরুদ্ধে ওই ট্যাকটিকস কাজে লাগানোর মতো দক্ষতা তাসকিনের ছিল।’ টস থেকে শুরু করে একাদশ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ভিন্ন কিছু হতে পারতো মনে করেন তামিম।

তাছাড়া বাঁহাতি পেসারের বিরুদ্ধে রোহিত শর্মার কথিত দুর্বলতাকে কাজে লাগাতে মোস্তাফিজুর রহমানকে কেন নতুন বল দেওয়া হলো না, সেটাও বুঝতে পারছেন না বাংলাদেশের ওপেনার। আগের ম্যাচগুলোতে নতুন বল হাতে দারুণ পারফরম্যান্স করা তানজিম হাসান সাকিবকেও বল দেওয়া হয়েছে দুই ওভার পরে, যখন দুই স্পিনার মেহেদী হাসান ও সাকিব আল হাসানের ওপর চড়াও হন রোহিত ও কোহলি।

এনিয়ে তামিম বলেছেন, ‘সবাই বলাবলি করছে রোহিত শর্মার বাঁহাতি ফাস্ট বোলিংয়ে কিছুটা দুর্বলতা আছে। বাঁহাতি সিমারকে দিয়ে শুরু করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। একটু পরখ করে দেখতে পারতো। ভারত ১৯৬ রান করেছে, তাতে রোহিতের শুরুটা ছিল গুরুত্বপূর্ণ। এভাবেই মোমেন্টাম আসে।’

তিনি আরও বলেন, ‘আগের ম্যাচগুলোতে নতুন বল হাতে ভালো করেছিল তানজিম। আজ সে নতুন বল পায়নি। কেন অন্য কারও জন্য পুরো সেটআপ আপনি পরিবর্তন করবেন, এমনকি যখন কেউ অসম্ভব ভালো করছে?’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে য...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা