বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড আইডিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
ওই ছবিতে সারজিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত দেখা গেছে। ছবিতে সারজিসের দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহকেও দেখা গেছে।
এদিকে ফেসবুকে হাসনাত আবদুল্লাহও সারজিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু সারজিস! অফুরন্ত ভালবাসা এবং সুন্দর মুহুর্তে ভরে উঠুক তোমার জীবন।’ এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, সারজিসের বিয়ের পাত্রী কে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            