নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী রেল গেটে এলাকায় ট্রেনের ধাক্কায় নাম না জানা তিন পথশিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে। সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস রাতে সংবাদ মাধ্যমকে জানান, তথ্য পেয়েছি ভোর ৬টার দিকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রেনে ছেড়ে যায়।
মহাখালীতে রেলগেটে তিন শিশু দৌড়ে ট্রেন লাইন পার হওয়ার চেষ্টা করছিল। এসময় ট্রেনের ধাক্কায় ওই শিশুরা ঘটনাস্থলেই মারা যায় বলে জানতে পেরেছি।
মারা যাওয়া শিশুদের বয়স ১০ থেকে ১৪ বছরের ভেতর জানিয়ে তিনি বলেন, এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            