নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা শুধু তার (ওবায়দুল কাদের) কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি না। ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে রুচিতে বাধে।’
সোমবার (১৭ জুন) সকালে ঈদুল আজহার নামাজ শেষে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা রাজনীতিতে আছেন ও ক্ষমতায় আছেন। তারা যদি সত্যকে উপলব্ধি করতে না পারেন। দেশের সমস্যাগুলো বুঝতে না পারেন। গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন। তাহলে তারা কীভাবে দেশ শাসন করবেন?’
‘কিন্তু, গত দেড় যুগ ধরে আমরা দেখছি। এই দখলদারি সরকার জনগণের সকল আকাঙ্ক্ষা, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার পদদলিত করে জোর করে শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে ইচ্ছে করে না। কারণ জনগণ তাদের পছন্দ করে না। জনগণ তাদের ঘৃণা করতে শুরু করেছে। তারা শুধু মিথ্যা কথা বলে জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় এসেছে। এজন্য তাদের খুব বেশি গুরুত্ব দেই না।’ - যোগ করেন তিনি।
এর আগে, মির্জা ফখরুল বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            