সংগৃহিত
রাজনীতি

বিএনপির দুঃশাসনের কথা পাহাড়ের মানুষ ভোলেনি

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বিএনপির দুঃশাসনের কথা পাহাড়ের মানুষ ভোলেনি। বিএনপি-জামায়াতকে দেশবিরোধী উল্লেখ করে খাগড়াছড়ির উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি-জামায়াত অপশক্তিকে মোকাবিলার আহ্বান জানান তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা বিনবাব শপিং কমপ্লেক্সের সামনে নির্বাচনী পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে না যাওয়ার অধিকার আছে কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার অধিকার কারো নেই। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার পরিণতি ভালো হবে না। জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল। জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিহত করবে।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭ জানুয়ারি দেশে ব্যালট বিপ্লব হবে মন্তব্য করে তিনি বলেন, সব মানুষের অংশগ্রহণে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখবে বিশ্ববাসী। কোনো বাধা জনগণকে ভোটকেন্দ্র বিমুখ করতে পারবে না।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজীর সভাপতিত্বে পথসভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

এর আগে মাটিরাঙ্গার সাপমারা, গোমতি ও বেলছড়িতে জনসংযোগ ও পৃথক পথসভায় বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা