আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রুশ হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ জানিয়েছেন, খারকিভ অঞ্চলের হরোজা গ্রামে বিকেলের দিকে একটি ক্যাফে এবং একটি দোকানে হামলা হয়েছে। হামলার আগে অনেক বেসামরিক লোক সেখানে ছিল।
প্রায় ৩৩০ জন লোকের ছোট্ট গ্রামের বাসিন্দারা হামলার আগ মুহূর্তে একটি ক্যাফেতে স্মৃতিচারণ করছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।
ক্লাইমেনকো ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, ‘প্রতিটি পরিবার থেকে, প্রতিটি পরিবার থেকে, এই স্মরণসভায় লোকজন উপস্থিত ছিলেন। এটি একটি ভয়ানক ট্র্যাজেডি।’
ধারণা করা হচ্ছে, বিগত কয়েক সপ্তাহের মধ্যে আবাসিক এলাকায় এটিই সবচেয়ে বিধ্বংসী রুশ হামলা।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            