'দ্য অবজারভার' বিক্রির জন্য স্টার্ট-আপ প্রতিষ্ঠান টরটয়েজ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রাক্তন বিবিসি নিউজ প্রধান জেমস হার্ডিংয়ের প্রতিষ্ঠিত টরটয়েজ, এই প্রকল্পে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। 'ধীর, গভীর সংবাদ' প্রকাশের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত টরটয়েজ মিডিয়া—পত্রিকাটিকে প্রগতিশীল সাংবাদিকতার একটি শক্তিশালী কণ্ঠ হিসেবে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছে।
১৭৯১ সালে প্রথম প্রকাশিত বাম ঘেঁষা মধ্যপন্থি ধারার দ্য অবজারভার যুক্তরাজ্যের অন্যতম পরিচিত পত্রিকা। গার্ডিয়ান মিডিয়া গ্রুপ (জিএমজি) ১৯৯৩ সালে পত্রিকাটি কিনে নেয়। তবে অবজারভারের নিজস্ব অনলাইন সাইট নেই, এর সব আধেয় গার্ডিয়ানের সাইটে প্রকাশিত হয়।
গার্ডিয়ান এবং অবজারভারের সাংবাদিকরা এই বিক্রির বিরোধিতা করে ৪৮ ঘণ্টার ধর্মঘট করেছেন। সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস বলেছে, 'অলাভজনক স্টার্ট-আপ টরটয়েজের কাছে বিক্রি হলে অবজারভারের সাংবাদিকতার ধারাবাহিকতা ঝুঁকির মুখে পড়বে।'
চুক্তি অনুসারে, গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিক স্কট ট্রাস্ট টরটয়েজে সংখ্যালঘু অংশীদার হিসেবে থাকবে।
চুক্তির আওতায় গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিক স্কট ট্রাস্ট টরটয়েজে সংখ্যালঘু অংশীদার হবে। গার্ডিয়ান নিউজ অ্যান্ড মিডিয়ার প্রধান সম্পাদক ক্যাথারিন ভিনার বলেন, তিনি বুঝতে পারছেন এই বিক্রি অবজারভার কর্মীদের জন্য অস্বস্তিকর। তবে তিনি নিশ্চিত যে এই সিদ্ধান্ত সাংবাদিক ও পাঠকদের জন্য সবচেয়ে ভালো উপায় হবে।
টরটয়েজ জানিয়েছে, তারা দ্য অবজারভার-এর জন্য একটি আলাদা ডিজিটাল প্লাটফর্ম তৈরি করবে, যেখানে ব্রেকিং নিউজের বদলে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং তথ্য-ভিত্তিক সাংবাদিকতার ওপর জোর দেওয়া হবে।
'আমরা দ্য অবজারভার-এর অনলাইন কনটেন্ট পে-ওয়ালের আড়ালে নিয়ে যাব, যেমনটি দ্য আটলান্টিক সফলভাবে করেছে। আমরা এর ভবিষ্যতে বিশ্বাসী, ডিজিটাল মাধ্যম এবং সানডে পত্রিকা হিসেবে', টরটয়েজ জানিয়েছে।
টরটয়েজের পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে উডব্রিজ ইনভেস্টমেন্টস কর্পোরেশন, যা থমসন রয়টার্সের মালিক থমসন পরিবারের বিনিয়োগ প্রতিষ্ঠান।
এই চুক্তির মধ্য দিয়ে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্রটির নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            