সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

স্পেনে বন্যায় ৫১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের ভেলেনসিয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। দেশটির বেশ কিছু অঞ্চলেই বজ্রপাত এবং ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট কার্লোস মাজোন বলেন, এখনই বন্যায় মৃতের সঠিক সংখ্যা উল্লেখ করা সম্ভব নয়।

স্পেনের আবহাওয়া অফিস জানায়, ভেলেনসিয়া অঞ্চলের চিভায় মঙ্গলবার মাত্র ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যা এক বছরের বৃষ্টিপাতের সমান।

সহায়তার জন্য রেডিও এবং টেলিভিশন স্টেশনে শত শত ফোনকল এসেছে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়েছেন এমন লোকজন বা প্রিয়জনদের উদ্ধারে সহায়তা চেয়ে লোকজন ফোন করেছেন। তবে কিছু এলাকায় পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লেতুর পৌরসভায় নিখোঁজদের উদ্ধারে ড্রোন ব্যবহার করেছেন জরুরি বিভাগের কর্মীরা। স্পেনের জাতীয় টেলিভিশন স্টেশন টিভিইকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস তোলোন। তিনি জানান, লোকজনকে উদ্ধার করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভেলেনসিয়ায় অনেক মানুষ ট্রাক বা গাড়ি এমনকি বাড়ির ছাদে বা ব্রীজের ওপর দাঁড়িয়ে থেকেই রাত পার করেছেন। তারা দীর্ঘ সময় ধরে নিরাপদ স্থানে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

এদিকে ভেলেনসিয়া অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেত। এছাড়া আন্দালুসিয়া অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভেলেনসিয়া সিটি হল জানায়, বুধবার সব স্কুল এবং খেলাধুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের পার্কগুলোও বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে নিখোঁজদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি লোকজনকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই মুহূর্তে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানে প্রতিবাদ ও বিক্ষোভ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং জাঙ্গিরাই ওয়ার্ডের ইউপি সদস্য...

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের লাশ (হাড়গোড়) সতের...

হাসনাত আব্দুল্লাহকে চিনিনা বলা একই আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। এ আসনে বিএনপির মনোন...

ঋণখেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা