সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা করেন অধিকাংশ আমেরিকান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী আমেরিকান নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বর্তমানে ৫৩ শতাংশ আমেরিকান ইসরায়েলের প্রতি ‘অসন্তুষ্ট’ বা ‘নেতিবাচক’ দৃষ্টিভঙ্গি রাখেন। ২০২২ সালের মার্চে করা সর্বশেষ অনুরূপ জরিপে এই হার ছিল ৪২ শতাংশ।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

দলীয় বিভাজনের দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা গেছে। জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বর্তমানে ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন; যা ২০২২ সালে ছিল ৫৩ শতাংশ। রিপাবলিকানদের মধ্যে এই হার ৩৭ শতাংশ; যা আগের জরিপে ছিল ২৭ শতাংশ।

পিউ রিপোর্টে বলা হয়েছে, গত তিন বছরে সব বয়সের ডেমোক্র্যাটদের মধ্যেই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা বেড়েছে, তবে বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি। তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয় পয়েন্ট বেড়েছে, সেখানে বয়স্কদের মধ্যে তা ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, রিপাবলিকানদের মধ্যেও এই পরিবর্তন তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। ৫০ বছরের নিচের রিপাবলিকানদের মধ্যে বর্তমানে ৫০ শতাংশ নেতিবাচক এবং ৪৮ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অথচ ২০২২ সালে এই অনুপাত ছিল যথাক্রমে ৩৫ ও ৬৩ শতাংশ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনিদের আস্থার ক্ষেত্রেও নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলছেন, বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর তাদের ‘সামান্য’ কিংবা ‘একেবারেই’ আস্থা নেই। মাত্র ৩২ শতাংশ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। যদিও এই হার গত বছরের কাছাকাছি, তবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে নেতানিয়াহুর ওপর আস্থা না রাখার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে পিউ।

জরিপে আরো উঠে এসেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মার্কিনিদের ব্যক্তিগত আগ্রহও কমে যাচ্ছে।

গত জানুয়ারিতে যেখানে ৬৫ শতাংশ বলেছিলেন, এই যুদ্ধ তাদের কাছে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বা ‘কিছুটা গুরুত্বপূর্ণ’, সেখানে সর্বশেষ জরিপে সেই হার নেমে এসেছে ৫৪ শতাংশে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা