ছবি-সংগৃহীত
শিক্ষা

চবিতে ধর্মঘট, শাটল ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রেলওয়ে স্টাফদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্যাম্পাসগামী সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে নগরের বটতলী রেলস্টেশন থেকে কোনো ট্রেন চবির উদ্দেশে ছেড়ে যায়নি।

অবশ্য শিক্ষার্থীদের জন্য বটতলী রেলস্টেশন থেকে ৩ টি এবং ষোলশহর রেলস্টেশন থেকে ৫ টি বাসের ব্যবস্থা করেছে চবি প্রশাসন। এছাড়া শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ভিন্ন যানবাহনে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, শাটল ট্রেনের রানিং স্টাফদের তুচ্ছ বিষয়ে অপহরণ, নির্যাতন ও মারধর করে আসছে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। গত ৭ সেপ্টেম্বর একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে শাটল ট্রেনের লোকোমাস্টারকে মারধর করা হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রেলওয়ের রানিং স্টাফরা ধর্মঘট আহ্বান করে। এতে শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ শাটল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্যাম্পাসগামী শিক্ষার্থীরা।

রোববার সকালে নগরের বটতলী ও ষোলশহর রেলস্টেশনে এসে কোনো ট্রেন না পেয়ে বেশিরভাগ শিক্ষার্থী বিকল্প ব্যবস্থায় ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়।

চবি শিক্ষার্থী মুজিবুর রহমান জানান, ট্রেন বন্ধ হবে আমরা কেউ জানি না। বটতলী রেলস্টেশন এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। কোনো ধরনের ঘোষণা ছাড়াই নাকি ধর্মঘট ডেকেছে রেলওয়ে শ্রমিকরা।

চবি প্রক্টর ড. নুরুল আজিম সিকদার জানান, শাটল ট্রেন চালু করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতাদের সাথে আমরা বৈঠক করছি। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত এ বৈঠক চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আশা করি, বিষয়টির সমাধান এবং দ্রুত ট্রেন চলাচল শুরু হবে। এ সময় উপাচার্যের নির্দেশে আমরা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কয়েকটি বাস দিয়েছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় বটতলী স্টেশন থেকে শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়। রাত ৯ টার দিকে ট্রেনটি চৌধুরীহাট রেলস্টেশন এলাকায় পৌঁছালে গাছের ডালের সাথে লেগে ট্রেনের ছাদে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য লোকজন মিলিয়ে প্রায় ২০ জনের মতো আহত হন।

এ ঘটনার পর চবির কিছু শিক্ষার্থী আন্দোলন করে এবং বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে। এতে শনিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী থানায় ২ টি মামলা দায়ের করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

পৌষ-সংক্রান্তি ঘিরে শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

মৌলভীবাজারের শেরপুরে পৌষ-সংক্রান্তির নবান্ন উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্য...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি ৮০ লাখ টাকা সহায়তা

কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের স...

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্র...

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যা...

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলা থেকে ক্ষমতাচ...

কমলগঞ্জের মাধবপুরে ঝোপ থেকে ৫টি এয়ারগান উদ্ধার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে...

ইসলামী আন্দোলনকে বাদ রেখেই জামায়াত জোটের জরুরি বৈঠক

আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে জরুরি বৈঠক বসেছেন জামায়াতে ইসলামীসহ আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা