নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সংঘর্ষ চলাকালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই সিরু মিয়া অডিটরিয়ামে নিহত পুলিশ সদস্যের জানাজা শেষে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও বিএনপি কর্মী মো. সুলতান।
ডিএমপি কমিশনার বলেন, শামীমকে গাইবান্ধা ও সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় আমরা শোকাহত। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তার স্ত্রী-সন্তানের জন্য যা যা করা দরকার, আমরা সব করব।
এ দিন সকালে হত্যার ঘটনায় ডিএমপির পল্টন থানায় মামলা হয়। পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশ সদস্য পারভেজ নিহত হন।
তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী মোল্লার ছেলে। নদীভাঙনের ফলে বসতভিটা হারিয়ে তারা পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস শুরু করেন।
পুলিশ সদস্য পারভেজের এমন মৃত্যু মানতে পারছেন না এলাকাবাসী। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ৬ বছরের কন্যা শোকে কাতর হয়ে পড়েছেন। তারা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            