নীলফামারীতে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আবুল কাশেমকে ১৮বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে গাজীপুর জেলা থেকে র্যাপবের সহায়তায় গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশের একটি টিম।
আবুল কাশেম জেলা শহরের বারইপাড়া এলাকার মৃত. আলীজানের ছেলে। পুলিশ জানায়, ২০০৭সালে কাশেম তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুতে রাখে। এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে একটি মামলা করেন সদর থানায়। ওই মামলায় বিজ্ঞ আদালত আবুল কাশেমের মৃত্যুদন্ড প্রদান করেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় কাশেমের অবস্থান শনাক্ত করা হয়। নিশ্চিত হয়েই গতরাতে অভিযান পরিচালনা করে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতে গ্রেফতার আসামীকে হাজির করা হবে।’
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            