সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলর এর চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর রুপুসপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেন।
এসময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব সেবা ফাউন্ডেশন ঘুরে দেখান। সেবা ফাউন্ডেশনের বিভিন্ন বন্যপ্রাণী দেখে তিনি অভিভূত হন। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানাযায়, বিভিন্ন দিবসে বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বন্যপ্রাণীগুলোকে বনে অবমুক্ত করা হয়। তাদের এক পরিস্যাংখানে জানাযায়, ২০১২ সাল থেকে ২০২১ সালের মে পর্যন্ত ৪৫৬টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে।
সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘আহত বন্য প্রাণীকে সেবা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হয়। এখানে জন্ম নেওয়া প্রাণীগুলো এককভাবে জীবনযাপনে সক্ষম হলেই বনে ছেড়ে দেওয়া হয়। তবে বনে ছাড়ার পরও খাদ্য ও বাসস্থানের সংকটে অনেক প্রাণী আবার বনের বাইরে এসে ধরা পড়ে। সেগুলোকে আবার সেবা দিয়ে বেনে ফিরিয়ে দেওয়া হয়।
আমার বাঙলা/ এসএ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            