সারাদেশ

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান।

গ্রেফতাররা হলেন, উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১)। তিনি ইমামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। একই উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের নাজমুল মোল্লা (৫২)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশি জানিয়েছে, বুধবার মধ্যে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা সানারপাড় এলাকা থেকে নাজমুল মোল্লাকে গ্রেফতার করে। একই রাতে রসুলপুর গ্রাম থেকে মাহতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তারা আসামি ছিলেন বলে জানা যায়।

মাহতাব উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পপি বলেন, ‘তার স্বামী রাজনৈতিক প্রতিহিংসা শিকার। মাতাব উদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক, গজারিয়া বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক, গজারিয়া উপজেলায় টিভি ও বেতারের একমাত্র সংগীত শিক্ষক।

প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমী থেকে ফ্রি সংগীত শিখান, এ যাবতকালের যত কালচার প্রোগ্রাম আছে নির্বিশেষে পরিচালনা করেন। কখনো কোনো রাজনৈতিক মঞ্চে একদিনের জন্য বক্তব্য করেননি। বিনা অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

গজারিয়া থানার ওসি বলেন, গ্রেফতার আসামিদের দুপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসনাত আব্দুল্লাহকে চিনিনা বলা একই আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। এ আসনে বিএনপির মনোন...

ঋণখেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা