রাজনীতি

বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২৬ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এর আগে বিকাল ৫টার দিকে মঞ্চে বক্তব্য দিতে উঠেন জামায়াত আমীর। মঞ্চে পড়ে গিয়ে ৪৫ সেকেন্ড পর উঠে দাঁড়ান। এরপর তিনি বলেন, ‘কিছু হয়নি।’ এর ১ মিনিটর পর আবার পড়ে যান। এর কিছুক্ষণ পর আবারো তিনি উঠে দাঁড়ান।

পরে ডা. শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে বসে বক্তব্য দিতে থাকেন। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলে তিনি বলেন, এতো কথা বলেন কেন।’

উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দুপুরে ‘জাতীয় সমাবেশ’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

গত শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতা-কর্মীরা। গতকার শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যান দলটির নেতা–কর্মীরা। মিছিলে ‘সমাবেশ সফল’ হোক বলে স্লোগান দেন তাঁরা। মেট্রোরেলেও জামায়াতের নেতা–কর্মীদের ভিড় রয়েছে।

জামায়াতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, সমাবেশে তারা এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। তাঁরাও বক্তব্য দেবেন।

দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা পদক্ষেপ নিয়েছে দলটি।

জামায়াত জানিয়েছে, এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রভৃতি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

FACD-CAB নির্বাচনে প্রার্থী হলেন ফাহিম

আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্যতম পরিচিত মুখ মফিজ...

ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যের স্রষ্টা হামিদুজ্জামান খান আর নেই। রবিবার (২০ জু...

নীল মেঘের রাজ্য নীলাচল

পাহাড়ের প্রেম বড়ই অদ্ভত। একবার যে এই প্রেমে পড়ে, তার আর মুক্তি নেই। পাহাড়ের ন...

কীভাবে আসত ‘ডার্টি মানি’

‘সুলতান অব সুইং’ ওয়াসিম আকরাম ১৯৮৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা র...

নির্বাচন হবেই, দায়িত্ব কে পাবে সেটা পরের কথা : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকালও বলেছি আজকেও বল...

নীল মেঘের রাজ্য নীলাচল

পাহাড়ের প্রেম বড়ই অদ্ভত। একবার যে এই প্রেমে পড়ে, তার আর মুক্তি নেই। পাহাড়ের ন...

FACD-CAB নির্বাচনে প্রার্থী হলেন ফাহিম

আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্যতম পরিচিত মুখ মফিজ...

কীভাবে আসত ‘ডার্টি মানি’

‘সুলতান অব সুইং’ ওয়াসিম আকরাম ১৯৮৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা র...

নিঃসঙ্গ পাহাড়ে রোশনি খুঁজে ফেরে ভাই আলীকে...

পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রোশনি একে অপরের পরিপূরক। বাক্‌প্রতিবন্...

কারফিউ শেষে গোপালগঞ্জে চলছে ১৪৪ ধারা

কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা। পরীক্ষার্থী, শিক্ষার্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা