বিনোদন

ফেলে আসা সম্পর্ক নিয়ে যা বললেন জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে তিন দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ধারাবাহিকভাবে কাজ করছেন। এক যুগ আগে ‘আবর্ত’ দিয়ে কলকাতার ছবিতে অভিষেক ঘটে তাঁর। এর পর থেকে কলকাতার চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন।

একের পর এক নতুন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছড়িয়েছেন আলো, কুড়িয়েছেন প্রশংসা। সেখানকার প্রযোজক-পরিচালকেরাও তাঁর অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। আজও একের পর এক কলকাতার সিনেমায় কাজ করে চলছেন। এখন কাটছে তাঁর দারুণ সময়। গত ঈদে দেশের প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। এদিকে কলকাতায় আগামী ১৮ জুলাই মুক্তি পাবে ‘ডিয়ার মা’। এসব নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন নন্দিত এই অভিনয়শিল্পী। কাজ নিয়ে কথা বলার ফাঁকে ওঠে এসেছে বিয়ে ও ফেলে আসা সম্পর্কও।

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ও তানিম নূর পরিচালিত ‘উৎসব’। ‘তাণ্ডব’-এ জয়াকে দেখা গেছে প্রভাবশালী সাংবাদিকের চরিত্রে। অন্যদিকে ‘উৎসব’-এ তিনি করেছেন ভূতের চরিত্র। দুটি ছবি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ বেশ ইতিবাচক। এর মধ্যে জয়া ‘ডিয়ার মা’ ছবির পোস্টার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘“ডিয়ার মা” আসছে ১৮ জুলাই।’ অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটির ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’। পোস্টের নিচে অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।

সিনেমা প্রসঙ্গের বাইরে আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান কথা বলেন বিয়ে ও সম্পর্ক নিয়ে। ব্যক্তি সম্পর্কের জটিলতা বেড়েছে কি না, এমন প্রসঙ্গ উঠতেই জয়া বলেন, ‘এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ...আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।’

দীর্ঘদিন ধরে বৈবাহিক সম্পর্কে নেই জয়া আহসান। তাই বিভিন্ন সময়ে তাঁর সাক্ষাৎকারে ওঠে আসে বিয়ের প্রসঙ্গ। এবার বিয়ের প্রসঙ্গ উঠতেই জয়া বললেন, ‘বিয়ে তো যেন “ওল্ড স্কুল”। যা–ই হোক, এই জিনিসগুলো আসবে। আবার ঘুরে আসবে। তবে পৃথিবীতে যত রকম মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই কোনো সম্পর্কের সঙ্গে মেলে না। আমার প্রত্যেকটি ফেলে আসা সম্পর্কও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সেই সম্পর্কগুলো নিয়েই আজকের আমি। সব ঝেড়ে ফেলে দেওয়া যায় না। ভুলটুকুও তো আমার! সেটা মেনে সামনের দিকে চলা।’

এর আগে একা থাকার পরিকল্পনা প্রশ্নে জয়া উত্তরে বলেছিলেন, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এ মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই।’

তার আগে ভারতীয় সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন জয়া। সে সময় জয়ার ভাষ্য ছিল, ‘উত্থান-পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা যুদ্ধের মতো। সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই। সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকেই বিচ্যুত হয়ে পড়ে। এমনকি ফোকাস থেকেও সরে যায়। কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে। যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি। আমি কখনোই কাজ থেকে দূরে সরে যাইনি। আমি আমার এই যাত্রাকে ভালোবাসি। এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন, আমি কাজকেই সম্মান করি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা