জাতীয়

পুলিশ কমিশন গঠন ও র‍্যাব বিলুপ্তি চায় বিএনপি

আমার বাঙলা ডেস্ক

পুলিশ কমিশন গঠন ও দেশ-বিদেশের মহলে র‍্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বাহিনী সংস্কার সম্পর্কে বিএনপির প্রস্তাব ও সুপারিশমালা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহির ও সাবেক ডিআইজি সাঈদ হাসান খান উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পুলিশ বাহিনীর সীমাহীন অত্যাচার ও নির্যাতনের পরিপ্রেক্ষিতে গণশত্রুতে পরিণত হওয়া এ বাহিনী রাষ্ট্রের অপরিহার্য অংশ হিসেবে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর অপরিহার্যতার কারণে একে বাদ দেওয়ার সুযোগ নেই। এ কারণে এ বাহিনীকে জনবান্ধব করার জন্য পুলিশ বাহিনীতে সংস্কার জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রধান সুপারিশ হলো পুলিশ কমিশন গঠন করা। এ কমিশন ওয়াচ ডগ হিসেবে কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কমিশনের প্রধান হবেন এবং সদস্য সংখ্যা হবেন ৮জন। এতে সরকারি ও বিরোধী দল থেকে সংসদ সদস্য থাকবেন।

স্থানীয় পর্যায়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি নাগরিক কমিটি থাকবে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অনেক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদেরকে এরইমধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির এই কমিটি র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক পুলিশ অফিসার সেনানিবাসে আশ্রয় নিয়ে পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তারা কীভাবে গেলেন একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তাদের পালিয়ে যাওয়ার পেছনে সেনাবাহিনীর কর্মকর্তারা জড়িত থাকতে পারে। তবে এই মুহূর্তে আমার কাছে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা