চট্টগ্রামের আকবরশাহ থানার পুলিশ বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
রবিবার (৭ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আকবরশশো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিপুর রহমান
গতকাল রাতে থানার ৬ নম্বর ব্রিজ–বায়োজিদ লিংক রোড এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মো. মহসীন ও সঙ্গী ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তির নাম নয়ন আকন (২৭)। তাঁর বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর পশ্চিম পাড়ায়।
পুলিশের দাবি, তল্লাশির সময় নয়ন আকনের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
আটকের পর নয়ন আকনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমারবাঙলা/এনইউআ