নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ নির্বাচনে নতুন সরকার গঠনের পর আগামী শনিবার গোপালগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার তিনি ঢাকায় ফিরে আসবেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) শপথ নেন নতুন সংসদ সদস্যরা।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এ সময় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরপর দফতর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে নতুন সরকার।
নতুন সরকার গঠনের পর শনিবার (১৩ জানুয়ারি) জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            