নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি এ সময় খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খন্দকার মোশাররফকে দেখতে যান।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন খন্দকার মোশাররফ। তার শারীরিক অবস্থায় উন্নতি না হওয়ায় তাকে আবারও সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করছে পরিবার।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            