খেলা

‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গত মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমে ওঠা দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে লিটন দাসের দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হাতছাড়া করে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, তা বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’–এ কথা বলার সময় বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন তিনি।

সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা রমিজ এই মুহূর্তে ঢাকাতেই আছেন। বাংলাদেশ পাকিস্তানকে শিক্ষা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচ ও সিরিজ-দুটিই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং–বোলিং করা উচিত (সেটা শিখিয়েছে)।’

গত মঙ্গলবার ম্যাচের শেষের দিকে ক্যাচ ছেড়ে পাকিস্তানকে সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাহিম আশরাফ সুযোগটা কাজে লাগাতে পারেননি। এ নিয়ে আক্ষেপ শোনা গেল রমিজের কণ্ঠে, ‘শেষের দিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা মানে ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন করে ফেলা।’

এবারের বাংলাদেশ সফরে বড় ধাক্কা খাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানিয়ে রমিজ আরও বলেন, ‘জাকের আলীর সৌজন্যে বাংলাদেশ প্রথমে ঠিকঠাক রান সংগ্রহ করেছে। এরপর তারা বোলিংও দুর্দান্ত করেছে এবং ম্যাচ জিতে নিয়েছে। পাকিস্তানের আসলে কী করা উচিত? দেখুন, এ ধরনের দল যখন আপনি খেলাবেন, তারা ব্যাটিং উইকেট হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু কঠিন উইকেটে আপনার দরকার কৌশলগত দিক থেকে ভালো মানের ব্যাটসম্যান। কয়েকজন অভিজ্ঞ বোলার আপনার প্রয়োজন। পাশাপাশি আজ (কাল) একজন নিয়মিত স্পিনার কম ছিল। উইকেট নিতে হলে একাদশে এমন একজন স্পিনার দরকার।’

বাংলাদেশের পারফরম্যান্সের বেশ প্রশংসাও করেছেন ৬২ বছর বয়সী রমিজ, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছেলেকে আনতে গিয়ে বাবা আহত, বিধ্বস্ত বিমানের একটি অংশ লাগে বুকে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে সূর্য সময়। শিশুটি স্কুলের...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান...

পদত্যাগ করলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট

ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার শ...

ডসন ফিরলেন ৮ বছর পর, টেস্টে সবচেয়ে বেশি দিন পর ফেরার রেকর্ড কার

ফাওয়াদ আলমের পরিসংখ্যান দেখে মনের কষ্ট লাঘব করতে পারেন লিয়াম ডসন। অবশ্য এখন ত...

‘আম্মু, পানি দাও জ্বালা করে’

রাত ৯টা।‌ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ম...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান...

‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গ...

শাকিব–মিমির ‘দুষ্টু কোকিল’ রেকর্ড গড়ল, ৫০ কোটি পার

ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মাত্র এক বছরে দুই চ্যানেল মিলি...

সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জ সুদের মহাজনের চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক থাই ব...

মৃত্যুর আগে স্বামীকে কী বলেছিলেন ২০ শিশুকে বাঁচানো মাহেরীন

উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রেশিক্ষণ বিমান বিধ্বস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা