ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

ঋণের প্রলোভনে ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ‘ঊষার আলো ফাউন্ডেশন’

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) ঋণের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষদের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) ভুক্তভোগী সাইদুল ইসলাম এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাইদুল ইসলাম জানান, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, শর্ত ছিল—ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে হবে। তিনি ৭৫ হাজার ৫০০ টাকা জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ।

ঊষার আলো ফাউন্ডেশনের ভাড়া নেওয়া ভবনের মালিক প্রান্তি সুলতানা জানান, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে, তারা কোনো লিখিত চুক্তিপত্র জমা দেয়নি।

সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার মো. রুবেল হাসান ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও যে কার্যক্রম চালাচ্ছিল, তা সম্পর্কে আমি রবিবার জানতে পারি। তাদের কাগজপত্র জমা দিতে বললে তারা দুই দিনের সময় চায়। আজ জানতে পারলাম, তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এবং প্রতারকদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

‘বেকায়দায়’ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ

বিশ্বের বেশির ভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। রিয়ালে আসা...

যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা

একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মত...

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি...

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা