নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি অনেকদিন ধরে অভিনয়ে অনিয়মিত। ইদানীং আবার তাঁকে দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। বেশ কিছুদিন পর নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘আন্ধার’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এরই মধ্যে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়ে গেছে।
একটি সূত্র জানিয়েছে, সিনেমায় অভিনয় করছেন মিমি। গোপনীয়তার স্বার্থে কিছুই প্রকাশ করছেন না সংশ্লিষ্টরা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে দেখা যাবে বলে জানা গেছে। যদিও অভিনয়শিল্পীদের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সিনেমায় চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার ও ফারজানা ছবির মতো গুণী অভিনয়শিল্পীদেরও দেখা যাবে বলে জানা গেছে।
আফসানা মিমি অভিনীত সিনেমা ‘উৎসব’ গত ঈদুল আজহায় দারুণ ব্যবসাসফল হয়েছে। এ কারণে তাঁকে নিয়ে আবারও আগ্রহ বেড়েছে দর্শক ও নির্মাতা মহলে। ভূতপ্রেমিক দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী।
দুজনের কাছে জমা ছিল ভূতের অনেক গল্প। বন্ধু জিবরানকে যুক্ত করে তিনজন মিলে শুরু করেন রেডিও শো ‘ভৌতিষ্ট’। তখন তাদের পরিকল্পনায় আরও ছিল, ভূত নিয়ে টিভি সিরিজ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করার। জীবন ব্যস্ততায় ও সুমনের অসুস্থতায় তা সম্ভব হয়নি।
এবার ইচ্ছা পূরণ করছেন দুই বন্ধু। শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা ‘আন্ধার’। সুমন ও শাকিবের সঙ্গে সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন চৌধুরী ফজলে শাকিব ও আদনান আদিব খান।
আমারবাঙলা/জিজি