ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
ভিজিডি কার্ড বিতরণে নাম না ওঠায় ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতার নেতৃত্বে একটি দল ইউনিয়ন অফিসে হামলা চালায়। তারা সচিব হাফিজুর রহমানকে টেনে-হিঁচড়ে বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে অফিস চালু করে এবং সচিবকে উদ্ধার করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রশাসন জানিয়েছে, সরকারি কাজে বাধাদানকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
আমারবাঙলা/জিজি