আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি জানান, হামাসকে সহযোগিতার অভিযোগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিউজের কার্যালয় স্থানীয় ভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
রোববার (১৫ অক্টোবর) ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, আল জাজিরা নিউজ গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাস ঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে। ইতোমধ্যে এ সংবাদ মাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি। ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা করছেন।
আর্মি রেডিওকে তিনি আরও বলেন, এ নিউজটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আল জাজিরা যতখানি সংবাদ মাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।
নিজেদের স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে- এটা অগ্রহণযোগ্য। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব’।
আল জাজিরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তবে আল জাজিরার প্রতি ইসরায়েলের এ ক্ষোভ নতুন নয়। ২০২১ সালের মে মাসে হামাসের সাথে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ঐ সময় ইসরায়েল বোমা হামলা চালিয়ে আল জাজিরার গাজা উপত্যকার ব্যুরো কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিল।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            