ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০০০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজারে দাঁড়িয়েছে। ফলে গত ২ দশকের মধ্যে এটি হয়ে উঠেছে দেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।

রোববার (৮ অক্টোবর) তালেবান প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১ টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬.৩ মাত্রার এ ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এলাকাটিতে পরপর আরও ৪ টি আফটারশক আঘাত হানে। রিখটার স্কেলে সেগুলো যথাক্রমে ৫.৫, ৪.৭, ৬.৩ ও ৫.৯ মাত্রার ছিল।

আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান এপিকে জানিয়েছেন, হেরাতে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের চেয়ে অনেক বেশি।

এ সময় জরুরি সাহায্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রায় ৬ টি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া শত শত বেসামরিক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছে ৫০০ জনেরও বেশি।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ জন হতে পারে।

তবে বিলাল করিমি নামে এক আফগান কর্মকর্তা আজ বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ভাগ্যবশত হতাহতের সংখ্যা অনেক বেশি। মারা গেছে ১ হাজারেরও বেশি মানুষ।

অর্থাৎ প্রতিটি সূত্রই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছিল।

প্রসঙ্গত, হেরাত শহরটি ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শহরটিকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। সেখানে বসবাস করে প্রায় ১৯ লাখ মানুষ।

এর আগে চলতি বছরের জুনে দেশটির পাকতিকা প্রদেশে ৫.৯ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ১ হাজারের বেশি মানুষ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা