বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে এবার প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘অকশন’। এর আগে জানা গেল, নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হচ্ছে ‘নোয়াখালী এক্সপ্রেস’।
গতকাল রাতেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের দল হিসেবে অনুমোদন পেয়েছে। দলটির এক কর্মকর্তা জানান, ‘রাতেই মেইলে জানানো হয়েছে দল নিশ্চিতের খবর। আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে।’
সুতরাং আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।
ফ্র্যাঞ্চাইজিগুলো কারা পেল মালিকানা?
রংপুর রাইডার্স—টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
ঢাকা ক্যাপিটালস—চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)**
সিলেট টাইটান্স—ক্রিকেট উইথ সামি
রাজশাহী ওয়ারিয়র্স—নাবিল গ্রুপ
চিটাগং রয়েলস—ট্রায়াঙ্গাল সার্ভিস
নোয়াখালী এক্সপ্রেস—দেশ ট্রাভেলস
● আমারবাঙলা/এফএইচ