ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজস্থলীতে বন্যপ্রাণী উদ্ধার দল গঠন

উচ্চপ্রু মারমা রাঙ্গামাটি

পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প ‘বন্যপ্রাণী উদ্ধার ও পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম’-এর আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাজস্থলী উপজেলায় বন্যপ্রাণী উদ্ধার দল গঠন করা হয়েছে।

সোমবার সকালে ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কার্বারী বিরল চান তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা। সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ৩৩৩ নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান মিজ প্রেমা তালুকদার, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক উচ্চপ্রু মারমা, বন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রতিনিধিরা।

সভায় ৮টি পাড়া ও ৪টি সাইটের প্রতিনিধিদের সমন্বয়ে ১৮ সদস্যের পূর্ণাঙ্গ বন্যপ্রাণী উদ্ধার কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রুত খিয়াং, সহকারী টিম লিডার দৈবকি ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক সুশীল তঞ্চঙ্গ্যা। কমিটি গঠনে ৫০ শতাংশ নারী সদস্য রাখার নীতিমালা অনুসরণ করা হয়েছে, যাতে নারী ও যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত হয়।

বক্তব্যে কার্বারী বিরল চান তঞ্চঙ্গ্যা বলেন, পাহাড়ি সমাজ প্রকৃতিনির্ভর হওয়ায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, বন্যপ্রাণী রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং বলেন, নবগঠিত দলটি শুধু বন্যপ্রাণী উদ্ধারই নয়; সংরক্ষণ পরিকল্পনা, হুমকি প্রতিরোধ, অবৈধ শিকার বন্ধ, টেকসই জীবিকায়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

বন্যপ্রাণী উদ্ধার দলকে সহায়তা দিতে পৃথক একটি পরামর্শক কমিটি থাকবে, যেখানে হেডম্যান, জনপ্রতিনিধি, ভিসিএফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মহিলা ওয়ার্ড সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। তারা কার্যক্রমে দিকনির্দেশনা, নেটওয়ার্কিং ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে রাজস্থলীতে গঠিত এই দলকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা সফল হলে স্থানীয় পরিবেশ রক্ষা এবং কমিউনিটির সহনশীলতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘন্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে...

র্দীঘ ১১মাস ধরে ঘরবন্দী অসহায় এক পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলে নিতে ১১ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দী করে রা...

পিলখানা হত্যার ষড়যন্ত্রে ‘ভারতের যোগ’ পেয়েছে কমিশন

পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ‘দীর্ঘ সময় ধরে পরিকল্পনা’ এবং এর সঙ্গে...

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্য...

ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ...

মৌলভীবাজারে শতকোটি ঘনফুট গ্যাসের মজুত

চায়ের রাজ্য হিসেবে খ্যাত মৌলভীবাজার এবার গ্যাসসম্পদেও গুরুত্বপূর্ণ অবস্থান দখ...

জুলাই আন্দোলনে বাধাদানের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষক ও ১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

জুলাই আন্দোলনে বাধাদান, হুমকি প্রদান ও চিকিৎসাসেবা ব্যাহত করার অভিযোগের সত্যত...

জুলাই আন্দোলনে বাধাদানের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

জুলাই আন্দোলনে বাধাদান, ধর্ষণের হুমকি ও আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা ব্যাহত...

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র–গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা