লক্ষ্মীপুরে বিয়ের আট মাস পর শ্বশুরবাড়ি থেকে রুবেল (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মহব্বত আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিয়ে হয় রিয়া আক্তারের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল।
নিহতের পরিবারের দাবি, ‘ঘটনার রাতে শ্বশুরবাড়ি থেকে ফোন পেয়ে রুবেল সেখানে গেলে সকালে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তারা এটিকে আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে।’
লক্ষ্মীপুর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনসহ তার শাশুড়ি—পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।