সংগৃহিত
খেলা

হেরে প্রযুক্তিকে দোষারোপ করল বার্সা

ক্রীড়া ডেস্ক: জমজমাট ‘এলক্লাসিকো’তে দুইবার পিছিয়ে পড়েও শেষমেষ বার্সেলোনাকে ৩-২ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে লা লিগার শিরোপার আরও কাছাকাছি চলে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ নিয়ে শেষ চার দেখায় ৪টিতেই হারলো বার্সা।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের মূল সময়ের খেলা ছিল ২-২ সমতায়। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই দারুণ একটি গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন জুড বেলিংহাম।

দুইবার এগিয়ে গিয়েও শেষমেষ রিয়ালের কাছে হার মানতেই পারেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। হারের পর প্রযুক্তিকে দোষারোপ করেছেন তারা। তাদের দাবি, গোল-লাইনে কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার না করায় হেরেছে বার্সা।

জাভি ও স্টেগেনের দাবি, প্রথমার্ধে লামিন ইয়ামালের শট করা একটি বল গোললাইনের ভেতর থেকে বের করে নিয়ে এসেছেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রিয়ে লুমিন। অর্থাৎ গোল হওয়ার পর সেই বল বাইরে নিয়ে আসছেন তিনি। গোল হয়েছে কিনা, তা পরীক্ষা করার জন্য ভিএআরের সাহায্য নেওয়া হয়নি। অর্থাৎ গোললাইনে কোনো প্রযুক্তি ব্যবহার করেনি লা লিগা কর্তৃপক্ষ। এখানেই ক্ষোভ প্রকাশ করেছে বার্সা।

স্টেগেন সাংবাদিকদের বলেন, ‘গোল-লাইনে কী ঘটেছে তা ব্যাখ্যা করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। এটা ফুটবলের জন্য বিব্রতকর। এই শিল্পে প্রচুর বিনিয়োগ আছে। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটির জন্য অর্থ ব্যয় করা হয়নি। আমি বুঝতে পারছি না যে, অন্যান্য লিগে প্রযুক্তির জন্য অর্থ ব্যয় করা হলে এখানে কেন তা বাস্তবায়ন করা হবে না।’

স্টেগেনের সঙ্গে সুর মিলিয়েছেন কোচ জাভিও। এ বিষয়ে জাভি বলেন, ‘আমি সম্পূর্ণরূপে একমত (স্টেগেনের সঙ্গে)। এটা বিব্রতকর যে গোল-লাইন প্রযুক্তি নেই। আমরা যদি বলতে চাই এটি বিশ্বের সেরা লিগ, আমাদের এটি দরকার।’

তিনি আরও বলেন, ‘সবাই এটা দেখেছে। আমি কী বলব? (লীগ) আমাকে নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু ছবি আছে। আজকের অনুভূতি সম্পূর্ণ অবিচারের।’

‘আমি ম্যাচের আগে বলেছিলাম যে, আশা করি রেফারি পক্ষপাতিত্ব করবেন না এবং সিদ্ধান্তগুলো সঠিক হবে। শেষ পর্যন্ত দুটির কোনটিই হয়নি।’- যোগ করেন জাভি।

গতকাল চ্যাম্পিয়্ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কাছে হতাশাজনক হারের পর বার্সার প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়ানোর। সে লক্ষ্যে রিয়ালের বিপক্ষ ম্যাচে দুইবার এগিয়েও যায় কাতালনের ক্লাবটি। তবে শেষমেষ আর জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি তারা। অ্যাওয়ে ম্যাচে হারতেই হয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের।

বর্তমানে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। আর ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জিরোনা।

গতকাল ঘরের মাঠে দুইবার পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের মাত্র ৬ মিনিটে এন্ড্রিয়াস ক্রিসটেনসেনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

সেই গোল ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টিতে শোধ (১-১) করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করে বার্সা। এবার গোল করেন ফারমিন লোপেজ। একেবারে কাছ থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন তিনি। এতে বার্সা এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

তবে বার্সার দ্বিতীয় গোল শোধ করতে বেশি সময় নেয়নি রিয়াল। মাত্র ৪ মিনিট পরই লুকাস ভ্যাসকুয়েজের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। খেলার মূল সময়ে আর কোনো গোল হয়নি বিদায় বার্সার সমর্থকদের আশা ছিল অন্তত ১ পয়েন্ট নিয়ে হলেও আসতে পারবে জাভির শিষ্যরা।

তবে ম্যাচের অতিরিক্ত সময়ে এসে বার্সার ১ পয়েন্ট পাওয়ার আশাও গুড়েবালি করে দেন রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহাম। ৯০+১ মিনিটে লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন এই ইংলিশ তারকা। এতে ৩-২ গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

হাবিব আহম্মদ মোল্লা: নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১২...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

রাবিপ্রবিতে উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি'র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্...

বিজিবির তৎপরতা দেখে বিপুল ইয়াবা ফেলে পালাল যুবক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার...

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র জোরদার নজরদারি

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বো...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ...

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দি...

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা