রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা পেশায় গরু ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি ১০ জন গরুর মালিক বা সহযোগী ছিলেন, যারা ট্রাকের উপরে বসা অবস্থায় যাত্রা করছিলেন।

বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত‌দের দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

ট্রাকে থাকা গরু ব্যবসায়ী মো: শফিউদ্দিন বলেন, আমরা কুষ্টিয়ার মধুপুর থেকে গরু নি‌য়ে ঢাকা যাচ্ছিলাম। ট্রাকের চালক দ্রুত গ‌তি‌তে চালা‌চ্ছিল ট্রাক। আমরা বার বার ট্রাক চালককে বলছি বৃষ্টি হচ্ছে আস্তে চালাও। সে আমাদের কথা শোনে নাই। হঠাৎ একটা শব্দ হলো । তারপরই আমরা রাস্তার পাশে পানির খাদে পড়ে যায়। আমা‌দের সা‌থের দুজন ম‌ারা গে‌ছে।

কালুখালি ফায়ার স্টেশনের ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি একটি পশুবাহী ট্রাক উল্টে খাদে পড়েছে। এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে ২ জন গরু ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার করি।

ঘটনার বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্যাটারিচালিত একটি অটোকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে উল্টে পড়ে যায়। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এখনও ঘটনাস্থলে আমাদের দল কাজ করছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে য...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা