সংগৃহীত
অপরাধ

জামিন পেয়ে হত্যা মামলার চার সাক্ষীকে কোপালেন প্রধান আসামি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে হত্যা মামলার প্রধান আসামি জামিনে কারামুক্ত হয়ে চার সাক্ষীকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ জানুয়ারি) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর এলাকার পশ্চিম পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আহমেদ সানি (২৯), মো. ফারুক (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৫) ও মো. শাহীন মাহমুদ (৩৭)।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে খুন হন ব্যবসায়ী সাহাবুদ্দিন। সেই মামলায় আদালতে সাক্ষ্য দেন আহত চার জন। সম্প্রতি ওই মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম ফয়সাল জামিনে বের হন। রবিবার রাতে ফয়সালসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ মামলার সাক্ষীদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

আহত সানির মা সেলিনা আহমেদ বলেন, সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল লোকজন নিয়ে আমার ছেলের ওপর হামলা করেন। এসময় আমার ভাই ফারুক, দেলোয়ার ও শাহীন এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম এগিয়ে এলে তাদেরকেও ফয়সাল ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে একজনের মাথা থেকে কান ও আরেকজনের হাতের আঙুল বিছিন্নসহ সবাই রক্তাক্ত হন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের দুইটি টিম ও ট্যানারি ফাঁড়ির একটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা