সংগৃহীত ছবি
খেলা

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ।

পরিবর্তিত সেই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ ‘এ’ তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।

নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। ৩ অক্টোবর বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচ। একই দিন বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড।

১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে বিকেল ৪টায়। শেষ দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুইটি করে মোট চারটি দল চলে যাবে সেমিফাইনালে। ১৭ এবং ১৮ আগস্ট মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। এর মধ্যে ভারত সেমিতে উঠলে তারাই খেলবে প্রথম সেমিফাইনালে। ২০ আগস্ট আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। দুই সেমি এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইনানীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জেলে উদ্ধার

কক্সবাজারের ইনানীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জন জেলেকে উদ্ধার করেছে ক...

ইনানীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জেলে উদ্ধার

কক্সবাজারের ইনানীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১০ জন জেলেকে উদ্ধার করেছে ক...

তীব্র শীতে জবুথবু জনজীবন; সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

পাহাড়, হাওর, বিল, চা–বাগান ও সমতল ভূমি বেষ্টিত এলাকা মৌলভীবাজারে জেঁকে...

হাড়কাঁপানো শীতে ছিন্নমুল মানুষের পাশে উপজেলা প্রশাসন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো শীতের মধ্যে অসহায় ও ছিন্নমূল মানুষে...

চট্টগ্রামে ভোক্তাধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্...

ফুল, মোনাজাত আর শ্রদ্ধা: বেগম খালেদা জিয়ার কবর ঘিরে  নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা